রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আরও দুজনের দণ্ড

 

স্টাফ রিপোর্টার: নাম পাল্টানোর অভিযোগে রাবির ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথমবর্ষের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষায় আরও দু পরীক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ইমরান আলী এবং ঢাকার তেজগাঁও কলেজের নেচার আহমেদ। এর আগে সকাল ৯-১০টা পর্যন্ত ডি ইউনিটের (বাণিজ্য অনুষদ) বিজোড়রোল নম্বরধারীদের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে দেবাশীষ কর্মকার, শাহিরয়ার শান্ত ও খাগড়াছড়ির চার্চিল চাকমাকে আটক করা হয়। এদের মধ্যে দেবাশীষ কর্মকারকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে আটককৃত অন্য পরীক্ষার্থীদের অপরাধ ভ্রাম্যমাণ আদালতের আওতার মধ্যে না পড়ায় তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত মামলা করবে। এছাড়া ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারকারী পরীক্ষার্থী শাহরিয়ার শান্তর অপরাধের শাস্তি ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারের বাইরে হওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত আদালতে মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়েছে।