স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শেখ কামাল নিটল টাটা ফুটবল লিগের খেলায় গতকাল সোমবারে একেসি একাদশ ও শহীদ রবিউল মিলনায়তন মুখোমুখি হয়। গতকাল সোমবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় একেসি একাদশ ১-০ গোলে জয়লাভ করে। খেলার ৫৭ মিনিটে পেলান্টিতে একমাত্র গোলটি করেন একেসি একাদশের ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় আশা। খেলাটি পরিচালনা করেন আজিজুল হক, মাসুদুর রহমান খোকন, রেজাউল হক ও হাফিজুর রহমান। মাঠে উপস্থিত ছিলেন ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহসভাপতি মতিয়ার রহমান, সদস্য ওবাইদুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, হামিদুর রহমান সন্টু, নুর নাহার কাকলী, ডিএসএ’র সদস্য মহাসিন রেজা, হাফিজুর রহমান, আজাদ আলী প্রমুখ। চুয়াডাঙ্গা স্টেডিয়ামে বিকেল ৩টায়।