নায়িকা হতে ভারত যাচ্ছিল ওরা… …

স্টাফ রিপোর্টার: চলচ্চিত্রের নায়িকা হওয়ার নেশায় বিভোর তিন শিশু স্কুল পালিয়ে ঢাকায় যাওয়ার পথে আটক হয়েছে। পরে পুলিশ তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ওদের উদ্দেশ্য ছিলো ঢাকা থেকে কিছু টাকা উপার্জন করে ভারত যাওয়া। এরা হলো- পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের ময়নাল প্রমানিকের মেয়ে মিম (১০), একই উপজেলার বেজপাটিয়াতা গ্রামের লতিফ মৃধার মেয়ে লতা (১০) ও কুর্নিপাড়ার আলতাফ হোসেনের মেয়ে আতিকা (১১)। ওরা হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ইমদাদুল হক জানান, ওই শিশুরা গতকাল রোববার দুপুরে অভিভাবকহীন অবস্থায় ঢাকায় যাওয়ার জন্য বাসে ওঠার চেষ্টা করতে থাকে। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের তারা পুলিশকে জানিয়েছে, নায়িকা হতে ভারত যাচ্ছিলো তারা। এজন্য প্রথমে ঢাকায় গিয়ে ৩/৪ মাস কাজ করে টাকা সংগ্রহ করে ভারত গিয়ে নায়িকা হওয়া ছিলো ওদের স্বপ্ন। পরে চাটমোহর থানা পুলিশ ও শিশুদের স্বজনদের সংবাদ দেয়া হয়। বিকেলে হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রর কর্মকর্তা গাজী নুরুল ইসলাম, ওই স্কুলের সহকারী শিক্ষক আব্দুল আলিম ও শিশুদের স্বজনরা এলে উদ্ধারকৃত শিশুদের তাদের কাছে হস্তান্তর করা হয়। অভিভাবকরা জানান, ডিশলাইনে ভারতীয় চ্যানেলে নিয়মিত সিনেমা ও নাটক দেখে এরা নায়িকা হওয়ায় স্বপ্ন দেখে।