স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রয়েল এক্সপ্রেসের চালক পিটার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা থেকে কোচ নিয়ে রওনা হয়ে সাড়ে ৯টার দিকে ফেরিতে কোচটি তুলেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পিটার ঢাকার মুন্সিগঞ্জের ছেলে। ঢাকাতেই বসবাস করতেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ফেরিতে মারা গেলে কোচটি অন্য এক চালককে দিয়ে ঢাকায় নেয়া হয়। গতকালই মিরপুর কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়ে বলেছেন, কোচচালক পিটার একজন দক্ষচালক ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দু কন্যা এক ছেলেসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।