ইবিতে ২৩ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভর্তির আবেদন ফরম বিতরণ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ১৪৬৫টি আসনের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক ৮৭ হাজার ৩১৬টি আবেদন ফরম জমা পড়েছে। যা অতীতের তুলনায় বেশি। এ বছরে আটটি ইউনিটের ভর্তি অবেদন জমা নেয়া হয়েছে।প্রতি আসনের বিপরীতে ৬০ জন ছাত্র-ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করবে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গতবারের ন্যায় এবারও সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে সমাজ বিজ্ঞান অনুষদভূক্ত সি ইউনিটে। এ ইউনিটে ১৫০টি আসনের বিপরীতে ১৫ হাজার ৫৭৬ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছেন। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ১০৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মানবিক অনুষদভুক্ত বি ইউনিটে। এই ইউনিটে ৩৪০টি আসনের বিপরীতে ২১ হাজার ৯৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এর মধ্যে ধর্মতত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ৪ হাজার ৪৫৪ জন, ‘ই’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১০ হাজার ২৪৬ জন, ‘এফ’ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ২ হাজার ৫৪৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১০ হাজার ৬৪৭ জন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে ২২৫টি আসনের বিপরীতে ১৪ হাজার ১২৪ জন এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে ১৪০টি আসনের বিপরীতে ৮ হাজার ৬২৫ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছেন।