আলমডাঙ্গায় রোডের পাশের তালগাছে ধাক্কা খেয়ে ইবি ফকিরাবাদের দু যুবকের জীবন সংকটাপন্ন

 

আলমডাঙ্গা ব্যুরো: কুষ্টিয়ার ইবি থানার পাটিকাবাড়ি ফকিরাবাদের মাদকাসক্ত ৩ যুবক আলমডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রোডের পাশের তালগাছের সাথে ধাক্কা খেয়ে দুজনের অবস্থা সংকটাপন্ন। তাদেরকে আলমডাঙ্গার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ফকিরাবাদ গ্রামের মোবারক হোসেনের ছেলে টুলু (৩০), একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে হাসিবুল ইসলাম (২২) ও অজ্ঞাত আরেক যুবক গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা শহরে আসেন। রাত সাড়ে ৮টার দিকে তারা ৩ জন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া ব্রিজমোড়ে রাস্তার পাশের তালগাছের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ৩ যুবক ছিটকে পড়েন। এতে চালক টুলু ও হাসিবুল প্রচণ্ড আঘাত পান। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসিবুলকে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে ও টুলুকে আরেকটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে রক্তবমিসহ দুজনের অবস্থা সংকটাপন্ন হলে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তাদের উদ্ধার করে ক্লিনিকে নেয়া লোকজন বলেছে, আহত যুবক দুজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলো।