দোকানদার এখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট!

 

মাথাভাঙ্গা মনিটর: কোনো আরব্য উপন্যাসের গল্প নয়। একেবারে সত্যি ঘটনা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদে আসীন হলেন সাধারণ এক আসবাব বিক্রেতা। দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে জোকো উইদোদো সোমবার শপথ নিয়েছেন। খবরে বলা হয়, জাকার্তার পার্লামেনন্ট ভবনে এই শপথগ্রহণ হয়। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে দেয়া ভাষণে নব নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, দেশের মৎস্যজীবী, শ্রমজীবী, হকার, চালক, শিক্ষাবিদ, শ্রমিক, সৈনিক, পুলিশ, ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রতি আমার আহ্বান, চলুন, আমরা সবাই একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর পরিশ্রম করি। ৫৩ বছর বয়সী সাবেক আসবাব বিক্রেতা জোকো উইদোদো গত জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে তিনি জাকার্তার গভর্নর ছিলেন। সাদাসিধে জীবনযাপন, সততা ও কঠোর পরিশ্রমের প্রতি আকৃষ্ট হয়ে গ্রামীণ জনগোষ্ঠী তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ায় ২৫ কোটি জনসংখ্যার মধ্যে ৯০ শতাংশ মুসলিম। নব্বইয়ের দশকের শেষের দিক থেকে ইন্দোনেশিয়ায় গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়।