বিল বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন করার পরও অবৈধভাবে বিদ্যুত ব্যবহার : জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চুয়াডাঙ্গায় বিদ্যুত আইনে ভ্রাম্যমাণ আদালত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সাদেক আলী মল্লিকপাড়া ও জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার দুজনের বিরুদ্ধে বিদ্যুত আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। বিল বকেয়ার কারণে বিদ্যুত সংযোগ বিছিন্ন করার পরও অবৈধভাবে বিদ্যুত সংযোগ নিয়ে ব্যবহারের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক গ্রাহকের বিদ্যুত সংসযোগ বিছিন্ন করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সাদেক আলী মল্লিকপাড়ার আলমঙ্গীর হোসেন খোকার বাড়িতে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নেয়ার অপরাধে বিদ্যুত আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন। বিল বকেয়ার কারণে বিদ্যুত সংযোগ বিছিন্ন করার পরও অবৈধভাবে বিদ্যুত ব্যবহারের কারণে এ অর্থদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া জীবননগর বাসস্ট্যান্ডের অ্যাড. রফিউর রহমানের বাড়িতে ভাড়ায় বসবাসকারী এমএ মামুন ম্যানুয়াল মিটার ব্যবহারের কারণে তার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন বিদ্যুত বিভাগের সহকারী প্রকৌশলী সুবক্তগীন, সদর থানার এএসআই কৃষ্ণপদসহ সঙ্গীয় ফোর্স।