অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ সোনার গয়নাগাটি লুট
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার লোকনাথপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬ হাজার টাকা, দেড় ভরি সোনার গয়না, দুটি মোবাইলফোন ও একটি ডিজিটাল ক্যামেরা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় বাড়িমালিক দিপু শাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ১২-১৪ জনের নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। গত শনিবার রাত ২টার দিকে উপজেলা লোকনাথপুর পশ্চিমপাড়ার মৃত নিজাম উদ্দিন শাহর ছেলে দিপু শাহর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।