প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত

 

স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ার সব কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি একেএম শাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। চলতি বছর ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আদালতে রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সামসুদ্দোহা।

শেখ মোহাম্মদ মোরশেদ জানান, ২০১১ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৪ হাজার ৬০৯ জন। এর মধ্য থেকে ১২ হাজার জনকে নিয়োগ দেয়া হয়। অবশিষ্ট ১৫ হাজার ১৯ জনকে পুল গঠন করে নিয়োগ দেয়ার জন্য অপেক্ষমাণ রাখা হয়। এদেরকে অপেক্ষমাণ রেখে চলতি বছরের আবারো নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। অপেক্ষমাণদের মধ্যে ৫২ জন প্রার্থী রিট আবেদন দায়ের করেন। এ আবেদনের প্রেক্ষিতে আদালত নিয়োগ কার্যক্রম স্থগিত করে রুলও জারি করেছেন। অপেক্ষমাণ প্রার্থী রেখে সহকারী শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তার মধ্যে শিক্ষা সচিব, অর্থসচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিস্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

অপরদিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, শিক্ষক নিয়োগের জন্য আলাদা কমিশন থাকা উচিত। এজন্য ব্যবস্থা নিতে হবে। একটি আলাদা কমিশন হবে যেটি শুধু শিক্ষক নিয়োগ দেবে। তিনি বলেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পাশাপাশি শিক্ষক নিয়োগের জন্য পৃথক কমিশন থাকতে পারে। এই কমিশন শিক্ষক নিয়োগ দেবে।

প্রধানমন্ত্রী বলেন, সমাজকে গড়ে তোলার ভিত্তিটা প্রাথমিক স্তর থেকেই গড়ে ওঠে। যেভাবে শিক্ষা দেয়া হবে সেভাবেই ভবিষ্যতের কর্ণধাররা গড়ে উঠবে। তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরত্ব দিতে হবে। পরিবর্তনশীল বিশ্বের সাথে মানিয়ে চলতে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেয়। কারণ শিক্ষাই হলো দারিদ্র্যমুক্ত হওয়ার চাবিকাঠি।