আলমডাঙ্গায় দলীয় নেতাদের সাথে মতবিনিময় করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার

 

আলমডাঙ্গা ব্যুরো: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভায় মিলিত হন। দলীয় অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আব্দুল জব্বার, আহসান মৃধা, বাবলু চৌধুরী, জামজামি ইউনিয়ন সভাপতি দিদার আলী, পৌর প্রচার সম্পাদক তবারক হোসেন, পিয়ার মোহাম্মদ কচি, জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, ডিটু, পিন্টু, মিজানুর রহমান, ফারুক, মোজ্জামেল হক, টগর, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সোহেল রানা শাহিন প্রমুখ।

অন্যদিকে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা পৌর সভার ২ নং ওয়ার্ডে পশুহাট থেকে হাফিজ মোড় পর্যন্ত রাস্তার দু পাশে বর্ধিতকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগের বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন। তিনি তার কাছে দেয়া আবেদনটি তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য উপজেলা প্রকৌশলীর বরাবরে প্রেরণ করেন।