জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সোন্দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে ভুয়া সভাপতি বানিয়ে ব্যাংক থেকে উপবৃত্তির টাকা উত্তোলন করা হয়েছে। প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ব্যাংক থেকে উপবৃত্তির টাকা উত্তোলন করার পর কী করেছেন তা কারো জানা নেই বলে অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলা শিক্ষা অফিসার বরাবর দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম আহ্বায়ক হয়ে এবং ৪ জনকে অভিভাবক সদস্য করে গত ৩ এপ্রিল তিনি একটি কমিটি গঠন করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হতে চললেও বিদ্যালয় পরিচালনার জন্য পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়নি। এ অবস্থায় গত ৩০ আগস্ট এলাকাবাসী সভাপতি নির্বাচন করার জন্য উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করলে গত ৩ সেপ্টেম্বর সহকারী শিক্ষা অফিসার রশিদুল ইসলাম বিদ্যালয়টিতে তদন্তে আসেন এবং অভিভাবক সদস্যদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু প্রধান শিক্ষক তার নিজের স্বার্থ হাসিল করতে কাউকে না জানিয়ে গোপনে সিরাজুল ইসলাম খাজা নামক একজনকে সভাপতি করে গত ৮ সেপ্টেম্বর কৃষি ব্যাংক জীবননগর শাখা থেকে উপবৃত্তির টাকা উত্তোলন করেন। যা অভিযোগকারী ইউপি সদস্য শহীদ সরোয়ার, খলিলুর রহমান, সুফিয়া খাতুন, বিউটি খাতুন, আশানুর, তরিকুল ও মসলেম বিশ্বাসসহ এলাকাবাসী জানেন না বলে অভিযোগে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।