মুজিবনগরে দারিয়াপুর শরৎকালীন ফাইনাল ফুটবল প্রতিযোগিতা পুরস্কার বিতারন

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের দারিয়াপুরে শরৎকালীন দারিয়াপুর ফুটবল কাপ প্রতিযোগিতা ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দারিয়াপুর ফুটবলমাঠে দারিয়াপুরের প্রবীণ খেলোয়াড়দের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, খেলা কমিটির সভাপতি আফতাব উদ্দীন, সহসভাপতি আলহাজ হযরত আলী, সম্পাদক আনিছুর রহমান ভল্টু, আহ্বায়ক শাহী কামাল মতি। অনুষ্ঠিত খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে ১-১ গোলে সমতা হলে পরে টাইব্রেকারে মুজিবনগর উপজেলার আনন্দবাস একাদশ ৬-৫ গোলে দামুড়হুদার হুদাপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ও রানারআপ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুজিবনগর উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান চাঁদু।