সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে সকলকে এগিয়ে আসতে হবে

কার্পাসডাঙ্গা সমান্তে হত্যা মানবপাচার ও চোরাচালানবিরোধী সভায় কর্নেল জাবেদ সুলতান

 

দর্শনা অফিস/কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার বিভিন্ন সীমান্ত পথে মানবপাচার, হত্যা, চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান বলেন, মানবপাচারকারী ও চোরাচালানীরা সমাজ, দেশ ও জাতির শত্রু। চোরাচালানীরা যেমন দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে, তেমনি মানবপাচারকারীরা দেশের মর্যাদা ক্ষুণ্ণ করছে। মানবপাচারকারী ও চোরাকারবারীরা যতোই শক্তিশালী হোক না কেন তাদের চিহ্নিত করে আইনের কাঠগড়ায় দাড় করাতে হবে। সেক্ষেত্রে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসা খুবই জরুরি। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের উপঅধিনায়ক মেজর জাহিদ আনোয়ারের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত), আজিজুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজির আহমেদ, সুবদোর আবু তাহের, শহীদ সোহরাওয়ার্দী খোরশেদ আলম প্রমুখ।