লালনের তিরোধান দিবস আজ

 

স্টাফ রিপোর্টার: মরমী গানের স্রষ্টা আধ্যাত্মিক সাধক ও বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১২৪তম তিরোধান দিবস ১ কার্তিক। এ উপলক্ষে লালন শাহের চারণভূমি কুষ্টিয়ায় আয়োজন করা হয়েছে টানা পাঁচদিনের অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ও কুষ্টিয়া লালন একাডেমীর আয়োজনে এসব অনুষ্ঠানে থাকছে লালনের জীবনাদর্শন ও স্মৃতিচারণ করে আলোচনা, লালন সঙ্গীতানুষ্ঠান। বসছে লালন মেলা। এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করছে মোবাইল অপারেটর বাংলালিংক। লালনের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে ছেঁউড়িয়া এখন উৎসবমুখর। ভক্ত, অনুসারী, দর্শক-শ্রোতা ও বাউলের পদচারণায় ইতোমধ্যেই মুখরিত হয়ে উঠেছে লালনের আঁখড়াবড়ি।

কুষ্টিয়া লালন একাডেমীর সভাপতি কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, ১ কার্তিক বাউল সম্রাট লালন শাহ’র বার্ষিক তিরোধান দিবস উপলক্ষে ইতোমধ্যেই আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, অনুষ্ঠানকে ঘিরে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। লালন একাডেমীর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সেলিম হক বলেন, এ উপলক্ষে দেশের দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ সমন্বয়ে দলে দলে ভক্ত-অনুসারীরা সাঁইজির টানে ইতোমধ্যেই ছেঁউড়িয়ায় এসে পৌছেছেন। অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। তিনি জানান, প্রথমদিন আলোচনানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী, দ্বিতীয় দিন প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন এবং তৃতীয় দিন কুষ্টিয়া-৪ আসনের এমপি আব্দুর রউফ এর উপস্থিত থাকার কথা রয়েছে। লালন শাহ ১২৯৭ সালের ১ কার্তিক (ইংরেজি ১৬ অক্টোবর ১৮৯০ সাল) শুক্রবার ভোর ৫টায় ১১৬ বছর বয়সে ছেঁউড়িয়ার নিজ আঁখড়ায় দেহত্যাগ করেন। তাকে সেখানেই সমাহিত করা হয়।