জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা ইলিশ জব্দ : এতিমখানায় বিতরণ

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ মণ ওজনের জাটকা ইলিশ জব্দ করেছেন। গতকাল বুধবার বিকেলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও নূরুল হাফিজ উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে অভিযান চালিয়ে ১ মণ ওজনের এ জাটকা ইলিশ জব্দ করেন। পরে উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় এ সমস্ত ইলিশ বিতরণ করে দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বাসস্ট্যান্ডে জাটকা মাছ বিক্রি হচ্ছে এমন খবর পায় ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ। এ খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজাকে সাথে নিয়ে বাসস্ট্যান্ড চত্বরে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার পোস্টঅফিস পাড়ার মৎস্য ব্যবসায়ী আকবর আলী ভয়ে পালিয়ে যায়। পরে অকবর আলীর জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।