ধীর বোলিঙের জন্য ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ধীর বোলিঙের জন্য ওয়েস্ট ইন্ডিজের পুরো দলকে জরিমানা করা হয়েছে। রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাদের ওয়েবসাইটে একথা জানিয়েছে। গত রোববারের ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করে ওয়েস্ট ইন্ডিজ। এ কারণে দলের অধিনায়ক ডোয়াইন ব্র্যাভোকে তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি জেফ ক্রো। আর দলের অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়। আইসিসির ‘স্লো ওভার রেট’ এর নিয়মানুযায়ী, নির্ধারিত সময়ের বাইরে প্রতি ওভারের জন্য অধিনায়ককে ম্যাচ ফির ২০ শতাংশ আর দলের অন্যান্য খেলোয়াড়দের ১০ শতাংশ করে জরিমানা দিতে হয়। ঘূর্ণিঝড় হুদ হুদের কারণে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডে বাতিল হয়ে যাওয়ায় সিরিজটি চার ম্যাচে নেমে এসেছে। প্রথম দুই ম্যাচে শেষে এখন ১-১ সমতা। আগামী শুক্রবার চতুর্থ ওয়ানডেটি হবে ধর্মশালায়।