মেহেরপুরের গাংনীতে প্রবাসীর বাড়ির গেটে বোমা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে চাঁদার দাবিতে এবার প্রবাসীর বাড়ির গেটে বোমার ব্যাগ ঝুলিয়েছে অজ্ঞাত চাঁদাবাজরা। গাংনী পৌরসভা এলাকার বাগানপাড়ার প্রবাসী সোহরাব আলীর বাড়ির গেটে ঝোলানো ব্যাগ থেকে গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ।

বোমা উদ্ধারকারী গাংনী থানার এএসআই বিশ্বনাথ মণ্ডল জানান, বাগানপাড়ার সৌদি প্রবাসী সোহরাব আলীর বাড়ির গেটের সাথে বোমার ব্যাগ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ৩টি বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো পানি-বালি ভর্তি পাত্রে প্রাথমিক নিষ্ক্রীয় করে থানায় নেয়া হয়েছে। চাঁদার দাবিতে ভীতি সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বোমাগুলো রেখেছে বলে জানান তিনি। সোহরাব আলীর ছেলে আন্টু মিয়া জানান, বেশ কয়েকদিন ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা তার মোবাইলেফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা বোমা রেখেছে বলে ধারণা করছেন আন্টু মিয়াসহ তার পরিবারের লোকজন।