চুয়াডাঙ্গা পৌরসভায় সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার হতদরিদ্র পরিবারের প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনের সভাকক্ষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিপি-২) আওতায় চুয়াডাঙ্গা পৌরসভা পর্যায়ে জেন্ডার অ্যাকশান প্লানের আওতায় সেলাই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়। চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, পৌর সচিব কাজী শরীফুল ইসলাম, কাউন্সিলর রমজান আলী চান্দু, নাজমুল সালেহীন লিটন, জাহাঙ্গীর আলম মালিক, গোলাম মস্তফা শেখ মাস্তার, সাইফুল আরিফ বিশ্বাস লিটু, সিরাজুল ইসলাম মনি ও জাহানারা বেগম। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন- সদস্য সচিব কামরুল ইসলাম। অনুষ্ঠানে পৌর মেয়র মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, যে সকল নারীরা প্রশিক্ষণার্থী হিসেবে সনদ গ্রহণ করলেন তাদেরকে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।