স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খানের অফিস ভাঙচুর করেছে স্থানীয়রা। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গত শুক্রবার রাতে ওই চেয়ারম্যানের ছোট ভাই নান্নুখান থানায় লিখিত অভিযোগ করেন যে, একদল সন্ত্রাসী তার ভাইকে বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে। এ খবর পেয়ে মাগুরা জেলা পুলিশের তোলপাড় শুরু হয়ে যায়। ওই রাতেই আশেপাশের জেলাসহ বিভিন্ন স্থানে শুরু হয় তল্লাশি।
এদিকে, পুলিশ জানতে পারে যে চেয়ারম্যান জাহাঙ্গীর অপহৃত হননি। তিনি বোয়ালমারী থানা পল্লীতে এক বিধবা মহিলার সাথে পরকীয়া প্রেমের কারণে জনগণের হাতে আটক হয়ে একটি ঘরে অবরুদ্ধ রয়েছেন। পরবর্তীতে সেখান থেকে উপজেলা চেয়ারম্যান এসে পুলিশের কাছে হাজির হয়। অন্যদিকে এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে মহম্মদপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং উপজেলা চেয়ারম্যানের অনৈতিক কর্মকাণ্ডের বিচার দাবি করে। এ সময় ক্ষিপ্ত জনগণ ইট পাটকেল মেরে উপজেলা পরিষদের জানালা দরজা ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মহম্মদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।