স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার মির্জাপুর থানায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান। এদিকে সকালে এজাহারভুক্ত আরেক আসামি বদরউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। এ পর্যন্ত এ ঘটনায় মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ৭ অক্টোবর উপজেলার সোহাগপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে ঘরে আগুন লাগিয়ে হত্যা করা হয় হাসনা বেগম (৩৫) ও তার তিন মেয়ে মনিরা আক্তার (১৪), বাকপ্রতিবন্ধী মীম আক্তার (১১) ও মলি আক্তারকে (৭)।