মেহেরপুর গাংনীতে আলোচনাসভায় এমপি মকবুল

মৌলবাদ সন্ত্রাসবাদ রুখতে পারে সাংস্কৃতিক সম্প্রতি

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেছেন, মৌলবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা করতে পারে সাংস্কৃতিক সম্প্রতি। সংস্কৃতিমনা মানুষ কখনো পথভ্রষ্ট হতে পারে না। সুখী সম্মৃদ্ধিশীল একটি রাষ্ট্রের স্বপ্নে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে আয়োজিত শহীদ আজিজুল হক স্মৃতি ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

প্রাক্তন প্রধান শিক্ষক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা।

স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি সোহরাব হোসেন বিপ্লব। অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, উপজেলা সৈনিক লীগের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুবলীগের সহসভাপতি গোলাম সাকলায়েন ছেপু, আইন বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, জেলা ছাত্রলীগ সহসভাপতি সাইফুজ্জামান সিপু, উপজেলা সৈনিক লীগের সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি তোহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শফি কামাল পলাশ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্লাব সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।