খবর:(হাজতি জামায়াতকর্মীর স্ত্রীকে ভুয়া তথ্য দিয়ে ৫০ হাজার টাকা হাতানোর অপচেষ্টা)
চলছে শুধু টাকার খেলা
নিচ্ছে টাকা কারা,
সবখানেতে হাসি খুশি
পায় যারা আশকারা।
ধান্দা করে চান্দা তোলে
তাই পুলিশের ভুঁড়ি ফোলে
কিন্তু এমন টাকা খাওয়া
বিবেকবানের ভুল;
শেষে হারায় কূল।
চুন-কালি সব পড়লো বুঝি
আমার তোমার গালে,
বোঝো ঠেলা বাংলাদেশে
আছি কেমন হালে!
Ñআহাদ আলী মোল্লা