জীবননগরে আড়ম্বরভাবে লক্ষ্মীপূজা উদযাপন

 

জীবননগর ব্যুরো: সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম দুর্গাপূজা পালনের পর গতকাল শুক্রবার আড়ম্বরপূর্ণভাবে জীবননগরে লক্ষ্মীপূজা উদযাপন করা হয়েছে। লক্ষ্মী দেবীর প্রতিমা নিয়ে শহরময় প্রদর্শন করে বিকেলে দেয়া হয় বিসর্জন।

জীবননগর শ্রী শ্রী কালিমন্দির পরিচালনা কমিটির সভাপতি রমেন বিশ্বাস জানান, জীবননগর উপজেলার প্রত্যেকটি মন্দিরে এবার জাঁকজমকপূর্ণভাবে লক্ষ্মীপূজা পালন করা হয়েছে। দুর্গাপূজা পালনের পর লক্ষ্মী দেবীর পূজা করা হয়। গতকাল ছিলো লক্ষ্মী দেবীর প্রতিমা বিসর্জনের দিন। এদিন নেচে গেয়ে ও প্রতিমা প্রদর্শনের মধ্যদিয়ে লক্ষ্মী দেবীর প্রতিমা বিসর্জন দেয়া হয়।