গাংনীতে বোমা বিস্ফোরণে দুজন আহত

 

গাংনী প্রতিনিধি: চাঁদাবাজদের রেখে যাওয়া বোমা বিস্ফোরিত হয়ে দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা পশ্চিমপাড়ায় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন- আব্দুস সামাদ (৬০) ও তার মেয়ে রেহেনা খাতুন (৩২)। আহত রেহেনাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও আব্দুস সামাদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গৃহকর্তা আব্দুস সামাদ জানান, বেশ কিছুদিন যাবত চাঁদাবাজরা তার কাছে দু লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। এ চাঁদার টাকা না দেয়ায় তাকে হত্যার হুমকি দেয় চাঁদাবাজরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার বাড়ির ছাদের ওপর দুটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে কুড়িয়ে নিয়ে আসে আহত রেহেনার মেয়ে আদুরী। এগুলো বোমা কি-না তা দেখতে গেলে বোমা দুটি বিস্ফোরিত হয়ে আহত হন আব্দুস সামাদ (৬০) ও তার মেয়ে রেহেনা খাতুন (৩২)। ঘটনাস্থল থেকে চাঁদাবাজদের রেখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসাথে ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।