সোহাগ গাজী নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার: ক্রটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশ দলের অফ স্পিনার সোহাগ গাজী। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বোলিং পরীক্ষার পর তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিলো। গত ২২ আগস্ট গ্রানাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়। পরদিন বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমনের কাছে রিপোর্ট করে আইসিসি। বোলিং নিয়ে প্রশ্ন তোলায় ২১ দিনের মধ্যে সোহাগ গাজীকে আইসিসির একজন বিশেষজ্ঞদের কাছে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হয়। উল্লেখ্য, এ বছর সোহাগ গাজীসহ মোট ৫ জন বোলার আইসিসির কাছে বোলিং নিয়ে সন্দেহের তালিকায় পড়েন। এদের সবাই অফ স্পিনার। বোলাররা হলেন- সাঈদ আজমল, প্রসপার উতসেয়া, সাচিত্রা সেনা নায়েক ও কেন উইলিয়ামসন। এদের মধ্যে সাঈদ আজমলকে কয়েক মাস আগে নিষিদ্ধ করেছে আইসিসি। সোহাগ গাজী বাংলাদেশ দলের একজন অলরাউন্ডার হিসেবে সুনাম অর্জন করেছেন। এ পর্যন্ত জাতীয় দলের পক্ষে দেশের হয়ে ১০টি টেস্ট, ১৯টি ওডিআই এবং ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন।