ডাকাত সর্দার নওশাদসহ গ্রেফতার ২ : বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার

দামুড়হুদার পারকৃষ্ণপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশি অভিযান

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ডাকাতির প্রস্তুতিকালে থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সর্দার নওশাদ ও তার সহযোগী হাবলুকে গ্রেফতার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের প্রায় ১০/১২ জন পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৩টি তাজা বোমা, ৩টি বড় ছুরি ও ১টি বড় হেঁসো উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার পারকৃষ্ণপুরের ইলিয়াস মাস্টারের আমবাগানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পারকৃষ্ণপুরের ইলিয়াস মাস্টারের আমবাগানে ১২-১৪ জন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদ পেয়ে দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই আমবাগানে অভিযান চালায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের ১০/১২ জন সদস্য পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে ডাকাত সর্দার নওশাদ ও তার সহযোগী হাবলু। পুলিশ তাদের কাছ থেকে ৩টি তাজা বোমা, ৩টি বড় ছুরি ও ১টি বড় হেঁসো উদ্ধার করে। ওসি আরো জানান, আটক নওশাদ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে থানায় হত্যামামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় এসআই মোফাজ্জেল হোসেন বাদী হয়ে আটক ওই দুজনসহ অজ্ঞাতনামা আরো ১২/১৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।