স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের নিবাসী ১০০ এতিম শিশুর সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিলেন বর্ডার গার্ড বাংলাদেশ ৬ ব্যাটালিয়নের কর্মকর্তারা। গত সোমবার দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের নিবাসী সকল শিশুর জন্য দুপুরের খাবারের আয়োজন করেন এবং একসাথে খাবার খান।
বিজিবির পক্ষে এ সময় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান, অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন, সাংবাদিক রফিকুল ইসলাম (এনটিভি) ও শাহ আলম সনি (প্রথম আলো) এবং সরকারি শিশু পরিবারের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আবু নাসির, সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন, সহকারী শিক্ষক আকতারী বেগম, কারিগরি প্রশিক্ষক লুৎফুন নাহার ও অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।