ভারত সফর থেকে নারাইনকে প্রত্যাহার

 মাথাভাঙ্গা মনিটর: আসন্ন ভারত সফরে দেশ সেরা স্পিনার সুনীল নারাইনকে প্রত্যাহারের সিদ্বান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। গতকাল শনিবার এ খবরটি নিশ্চিত করেছেন এক মুখপাত্র। ফলে নারাইনকে দলের বাইরে রেখেই ভারতের বিপক্ষে সফরের ম্যাচগুলো খেলতে নামবেন ক্যারিবীয়রা। চলতি চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে পর পর দু ম্যাচে নারাইনের বোলিং ত্রুটি ধরা পড়ে আম্পায়াদের চোখে। তার দ্রুত গতির ডেলিভারি নিয়ে আপত্তি তোলেন ম্যাচ পরিচালনাকারী আম্পয়াররা। ফলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে নিষিদ্ধ হন নারাইন। তাই শিগগিরই ডব্লিউআইসিবি নারাইনকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে জানিয়ে ওই মুখপাত্র বলেন, বোলিং ত্রুটি শুধরানোর জন্য সুযোগ এবং আবারো ক্রিকেটে ফেরার জন্য সময় দেয়া হবে নারাইনকে। তাই ভারত সফর থেকে নারাইনকে প্রত্যাহার করে নিয়েছে বোর্ড। নারাইনকে প্রত্যাহারের ব্যাপারে নিজের মন্তব্য দিতে গিয়ে হতাশা প্রকাশ করেন ডব্লিউআইসিবির নির্বাচক প্যানেলের প্রধান ক্লাইভ লয়েড। তিনি বলেন, এটি সত্যিই হতাশার। সেরা বোলারকে ছাড়াই আমাদের ভারত সফর করতে হবে। আর চ্যাম্পিয়ন্স লিগে নারাইনের বিপক্ষে আনা অভিযোগের ব্যাপারে নিজের ক্ষোভ প্রকাশ না করে থাকতে পারেননি লয়েড, নারাইনের বিপক্ষে আনা অভিযোগটি সঠিক নয়। এখানে কোনো নিয়ম-কানুন মানা হয়নি। এ ঘটনা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের জন্য দলের প্রস্তুতিতে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করলো। কিন্তু আমাদের এ সমস্যা কাটিয়ে উঠতে হবে। এবারের ভারত সফরে পাঁচটি ওয়ানডে, একটি টুয়েন্টি-টুয়েন্টি ও তিনটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এবারের সফর। আগামী ৮ অক্টোবর কোচিতে ভারতের বিপক্ষে প্রথম সীমিত ওভারের ম্যাচ খেলবে ব্রাভো-পোলার্ড-স্যামুয়েলসরা।