ভারতীয় গরুর দাম শোধ হচ্ছে স্বর্ণে

 

স্টাফ রিপোর্টার: ভারত থেকে চোরাইপথে আনা গরুর দাম শোধ করা হচ্ছে হুন্ডিতে। হুন্ডির উপাদান হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সোনা। এ প্রক্রিয়ায় জড়িত রয়েছে একাধিক সঙ্ঘবদ্ধ চক্র। এ চক্র দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে আনা গরুর দাম শোধ করছে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে চোরাচালানের মাধ্যমে আসা স্বর্ণ দিয়ে। ফলে দুবাই ও ব্যাংকক থেকে আসা চোরাই সোনার একটি বড় অংশই চোরাচালানের দেনা সমন্বয় করতে চলে যাচ্ছে ভারতে। কিছু ক্ষেত্রে এ কাজে প্রবাসীদের পাঠানো নগদ বৈদেশিক মুদ্রা বা ডলার ব্যবহার করা হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, ভারতীয় চোরাকারবারীরা সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনে নিয়ে আসে সীমান্তে। ওই পর্যন্ত তারা ভারতীয় রুপিতে গরু বেচাকেনা করে। ভারতীয় সীমান্তে এলেই পড়ে সিন্ডিকেটের কবলে। তারা বাংলাদেশের সীমান্তে থাকা অপর সিন্ডিকেটের কছে হস্তান্তর করে। এর আগে ঠিক করে গরুর দরদাম। এই প্রক্রিয়ায় লেনদেন হয় সোনা দিয়ে। বাংলাদেশের সিন্ডিকেট সোনা নিয়ে ভারতে যায়, নিয়ে আসে সমমূল্যের গরু। চোরাচালানের কিছু লেনদেন হয় বাকিতে। বাংলাদেশের সিন্ডিকেট স্থানীয় ব্যবসায়ীদের কাছে টাকার বিনিময়ে গরু বেচাকেনা করে। এই টাকা দিয়ে সিন্ডিকেট সদস্যরা সোনা কিনে সেগুলো ভারতীয় সিন্ডিকেটের কাছে হস্তান্তর করে।