অকালেই চলে গেলেন গৃহবধূ ময়না : রেখে গেলেন ৪ বছরের সন্তান

 

স্টাফ রিপোর্টার: জীবননগর হরিপুরের গৃহবধূ ময়না খাতুন (২৫) অকালেই চলে গেলেন। রেখে গেলেন তার ৪ বছরের একমাত্র কন্যাসন্তান সোনাভানুকে।

কেনে তিনি মায়াবী জগতের মায়া ত্যাগের জন্য বিষপান করলেন? নানামুখি জবাবের সাথে সাথে রহস্যজনক ভঙ্গিতে মৃতদেহ সরিয়ে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে। হাতের ওপর তুলে নিয়ে দ্রুত লাশ সরিয়ে নেয়ার দৃশ্য দেখে প্রশ্ন তুলতেই চোখরাঙান তারই এক আত্মীয়।

পরিবারের লোকজন বলেছে, গত বুধবার বিষপান করে ময়না। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কয়েক ঘণ্টার মাথায় মারা যায় ময়না খাতুন (২৫)। কেন বিষপান? এক সূত্র বলেছে, স্বামীর ঘরে রাখা ১৫শ টাকা সম্প্রতি চুরি হয়। ওই টাকা চুরি নিয়ে দাম্পত্য কলহ দানা বাধে। এরই এক পর্যায়ে ময়না বিষপান করে। ৪ বছরের শিশুসন্তান রেখে বিষপান? আড়ালে আরো ঘটনা লুকিয়ে থাকতে পারে। এরকমই মন্তব্য স্থানীয় অনেকের।