পূজা দেখার কথা বলে যাত্রী সেজে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কে নেয়ার পর নৃশংসতা
ঝিনাইদহ প্রতিনিধি: যাত্রী নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত (৩৫) এক ইজিবাইক চালককে গলা কেটে খুন করেছে ছিনতাইকারীরা। গতরাত ১২টার দিকে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের নরেন্দ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে গেছে। ওই সড়কটিতে দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই হয়ে আসছে বলে এলাকাবাসী জানিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাতে পূজা দেখার কথা বলে দু ব্যক্তি কালীগঞ্জ শহর থেকে ওই ইজিবাইকটি ভাড়া করে। যাত্রীদের নিয়ে মল্লিকপুর বাজারে যান ইজিবাইকচালক। পথিমধ্যে টহল পুলিশ তাকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়। শহরে ফেরার পথে নরেন্দ্রপুর গ্রামে ইটভাটার কাছে ইজিবাইক চালককে গলা কেটে খুন করে যাত্রী সেজে থাকা দু ছিনতাইকারী। তারা ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে টহল পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় ছিনতাইকারীরা ইজিবাইক ফেলে ফাঁকা মাঠের মধ্যে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।