আলমডাঙ্গা পৌর মেয়রকে আদালত অবমাননার কৈফিয়ত তলব হাইকোর্টের

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহি উদ্দীনকে আদালত অবমাননার অভিযোগ তুলে কৈফিয়ত তলব করেছেন হাইকোর্টের আপিল ডিভিশন। পৌরসভার বহিষ্কৃত টিকাদার মর্জিনা খাতুন ও কার্যসহকারী ওবাইদুল ইসলামের দায়েরকৃত পৃথক ২টি রিট আবেদনের প্রেক্ষিতে আগামী ২০ অক্টোবর মীর মহি উদ্দীনকে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর সভার টিকাদার মর্জিনা খাতুন ও কার্যসহকারী ওবাইদুল ইসলামকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এতে বিক্ষুব্ধ মর্জিনা খাতুন ও ওবাইদুল ইসলাম হাইকোর্টের আপিল বিভাগে পৃথক ২টি রিট আবেদন করেন। হাইকোর্টের আপিল বিভাগ গত ২৩ ফেব্রুয়ারি মর্জিনা খাতুন ও ওবাইদুল ইসলামের বহিষ্কারাদেশ স্থগিত করেন এবং তাদের চাকরি অব্যাহত রাখার নির্দেশ দেন। পৌর মেয়র এ আদেশ পালন করেননি। ফলে আদালত আগামী ২০ অক্টোবর মেয়রকে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে সে বিষয়ে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান গত ১৫ সেপ্টেম্বর এ আদেশ প্রদান করেছেন।