ক্যালিসের অর্ধশতকে ফাইনালে কেকেআর

মাথাভাঙ্গা মনিটর: টুর্নামেন্টের শুরু থেকে দূরন্ত গতিতে ছুটে চলা কোলকাতা নাইট রাইডার্স সহজ জয়েই চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে। প্রথম সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার দল হোবার্ট হারিকেন্সকে ৭ উইকেটে হারিয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। গতকাল বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কোলকাতার নিয়ন্ত্রিত বোলিঙে ৬ উইকেটে ১৪০ রান করতে পারে হারিকেন্স। জবাবে ৫ বল হাতে রেখে ফাইনালের টিকেট নিশ্চিত করে কোলকাতার দলটি। জয়ের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক গৌতম গম্ভীর মাত্র চার রান করে আউট হলেও কখনই হারের শঙ্কায় পড়েনি কেকেআর। মানিশ পান্ডের ৪০ ও জ্যাক ক্যালিসের অপরাজিত ৫৪ রানের সাহায্যে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নাইট রাইডার্স। ৪০ বলে ৪টি চার ২টি ছক্কায় ম্যাচ জয়ী ইনিংসটি খেলেন দক্ষিণ আফ্রিকার ক্যালিস। এর আগে ইনিংসের শুরুতেই দু উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় হারিকেন্স। তবে বেন ডানকের ৩৯ ও শোয়েব মালিকের অপরাজিত ৬৬ রানে সাহায্যে ধাক্কা সামলে লড়াই করার মতো ইনিংস গড়ে দলটি। মালিকের ৪৬ বলে ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কা।

Leave a comment