কুষ্টিয়ায় নিজ বাড়িতে ব্যবসায়ী খুন

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নিজ বাড়িতে বাচ্চু ভুঁইয়া (৪৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ী খুন হয়েছেন। গত বুধবার গভীর রাতে সদর উপজেলার ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে পাঠিয়েছে পুলিশ। বাচ্চু ভূঁইয়া নরসিংদী জেলার রায়পুর থানার কাতারিকান্দি গ্রামের মৃত ইউনুস ভুঁইয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু ভুঁইয়া গত পনের বছর ধরে ভাটাপাড়া এলাকায় বাড়ি করে কুষ্টিয়া শহরে ক্রোকারিজের ব্যবসা করে আসছিলেন। তার পরিবার ঢাকায় থাকেন। প্রতিদিনের ন্যায় তার স্ত্রী গতকাল সকালে ফোন করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে পাশের বাড়িতে জানান। এ সময় প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশের সহযোগিতায় বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢুকে বাথরুমের পাশে বাচ্চু ভুঁইয়ার লাশ পড়ে থাকতে দেখতে পায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা মিলপাড়া ফাঁড়ির ইনচার্জ নান্নু জানান, নিহতের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়।

Leave a comment