গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর কারাদণ্ড

 

গাংনী প্রতিনিধি: গাঁজা রাখা ও সেবনের দায়ে ৫ যুবকের ৬ মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডিতরা হচ্ছে- গাংনীর বেতবাড়িয়া গ্রামের খেদের আলীর ছেলে লিটন (২৭), রফিকুল আলমের ছেলে রাজু (২৫), কলপান আলীর ছেলে আরিফ (২৩), আনারুল হকের ছেলে খায়রুল (২৫) ও কালিগাংনী গ্রামের কিয়ামদ্দীনের ছেলে মাসুদ রানা (৩০)। এদেরকে দুপুরেই মেহেরপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, বুধবার রাতে গাংনীর বেতবাড়িয়া গ্রামের লিটন, রাজু, আরিফ ও খায়রুল বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গাঁজাসেবন করার সময় পুলিশ আটক করে। অপরদিকে বৃহস্পতিবার সকালে ধলা গ্রামের মোড় থেকে ৫ পুরিয়া গাঁজাসহ কালিগাংনী গ্রামের মাসুদ রানাকে আটক করে পুলিশ।