শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে

চুয়াডাঙ্গার পূজামণ্ডপ পরিদর্শনকালে খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বিপিএম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০টি জেলার সকল পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের তথ্য জানিয়ে খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বিপিএম বলেছেন, উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করছে। খুলনা বিভাগের ৬টি জেলার পূজামণ্ডপ পরিদর্শনের পর গতরাতে চুয়াডাঙ্গার দুটি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

খুলনা রেঞ্জের ডিআইজি গতরাত ১২টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির ও মালোপাড়ার শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব কালীমন্দির পরিদর্শন করেন। সাথে ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান, সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান মুনসী, সদর থানার সেকেন্ড অফিসার এসআই আমির আব্বাসহ অনেকে। ডিআইজি পূজামণ্ডপ পরিদর্শনে পৌঁছুলে আয়োজকদের পক্ষে স্বাগত জানানো হয়। বড়বাজার দুর্গা মন্দির কমিটির সভাপতি কিশোর কুমার আগরওয়ালা, সহসভাপতি কিশোর কুমার কুণ্ডু, সহসম্পাদক পলাশ কুমার সাহাসহ অনেকেই স্বাগত জানিয়ে আপ্যায়ন করেন। মালোপাড়া পূজা উৎসব ও কালী মন্দির পরিদর্শনে গেলে ডিআইজিসহ পরিদর্শন দলকে স্বাগত জানান সভাপতি শ্যাম কুমার হালদার ও সাধারণ সম্পাদক অরবিন্দ হালদার। মালোপাড়া পূজামণ্ডপ পরিদর্শনের সময় ডিআইজি আলোকসজ্জা দেখে প্রশংসা করেন।

ডিআইজি এক প্রশ্নের জবাবে বলেন, খুলনা বিভাগের ১০টি জেলায় সকল শারদীয় দুর্গোৎসব আয়োজনে সকল প্রকারের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ কোনো প্রকারের অপতৎপরতা চালানোর চক্রান্ত করলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। শুধু পুলিশ নয়, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে কাজ করছে র‌্যাব ও বিজিবিসহ সকল প্রকারের আইনশৃঙ্খলা বাহিনী। সহযোগিতা করছে সকল জেলার জেলা প্রশাসন। বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের পূর্বপর্যন্ত আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার দায়িত্বে নিয়োজিতদের সঠিকভাবে দায়িত্ব পালনের পুনঃ পুনঃ নিদের্শনা দেয়া হয়েছে। সকলে সম্মিলিতভাবেই তাদের দায়িত্ব পালন করছে। চুয়াডাঙ্গাসহ যে ৭টি জেলা পরিদর্শন করেছি সকল জেলারই পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।