স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়েরকে আটক করেছে বরিশাল ৱ্যাব-৮। গত মঙ্গলবার রাতে ঝালকাঠি শহরের উপজেলা সড়কের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৱ্যাব সদস্যরা তাকে আটক করেছেন বলে জানিয়েছেন ৱ্যাব-৮ করপোরাল মো. হাসেম। আটককৃত ওই বিএনপি নেতার পিতা সৈয়দ উম্মাদুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ৩৫ থেকে ৪০ জন ৱ্যাব সদস্য তাদের বাসা ঘিরে ফেলে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে ২৫ থেকে ৩০ জন ৱ্যাব সদস্য তাকে ঝালকাঠি শহরের উপজেলা সড়কে এনে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলিয়ে বরিশালে নিয়ে যায়। প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে তাকে আটকের বিষয়টি বরিশাল ৱ্যাব-৮ নিশ্চিত করেছে।