মেহেরপুরের গোপালপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ১০

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে শ্যালোইঞ্জিনচালিত আলগামনের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সদর উপজেলার যুগিন্দা গ্রামের কুদ্দুসের ছেলে রবিউল, রেন্টুর ছেলে রানা, আনিছের ছেলে খাইরুল, তাহেরের ছেলে কুদরত, শুকুর আলীর ছেলে সালাম, আমিরুল ইসলামের ছেলে শফিকুল, কালামের ছেলে নয়ন ও আরশেদের ছেলে কালামকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদরে মধ্যে আলগামন চালক রবিউলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার যুগিন্দা গ্রামের ১০ জন মরিচ চাষি মেহেরপুর বড়বাজারে মরিচ বিক্রি করে আলগামনযোগে বাড়ি ফিরছিলেন। তারা সদর উপজলার গোপালপুরে পৌঁছুলে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা আহত হন। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিনুর রহমান জানান, আহতদের মধ্যে রবিউলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।