ঢাকায় আসছেন শচিন

 

স্টাফ রিপোর্টার: ১৪ অক্টোবর ঢাকায় আসছেন ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ দলের মালিক লুৎফর রহমান বাদলের ব্যক্তিগত আমন্ত্রণেই ঢাকা আসছেন তিনি। অবসর নেয়ার পর এটাই তার প্রথমবারের মতো বাংলাদেশ সফর। শচিন ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ ক্লাব ও এর লোগো উন্মোচন করবেন। গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’র মালিক লুৎফর রহমান। লুৎফর রহমান বলেন, টেন্ডুলকার আমার খুব ভালো বন্ধু। আমি যখন দল কিনি তখনই ও কথা দিয়েছিলো উদ্বোধনে আসবে। নিজের কথা রাখতেই ও ঢাকায় আসছে। আমি মনে করি, এটা শুধু আমার ক্লাবের জন্য নয়, গোটা বাংলাদেশের জন্যই একটা মাইলফলক।