ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১২

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গোরখপুরে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বারাণসী থেকে গোরখপুরগামী কৃষক এক্সপ্রেস বারাউনিগামী বারাউনি এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে। এতে বারাউনি এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ের মুখপাত্র অনিল কুমার সাক্সেনা বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি ও ৪৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলের পদস্থ কর্মকর্তারা। শুরু হয় উদ্ধারকাজও। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া লাশ বের করে আনতে লোহা কাটার যন্ত্র ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করছেন।