চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চ্যানেল আইয়ের ১৬তম জন্মবার্ষিকী পালিত

 

স্টাফ রিপোর্টার: তারুণ্যের ষোল স্লোগানে পালিত হলো চ্যানেল আইয়ের ১৬তম জন্মদিন। গতকাল বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের শতাধিক এতিম মেয়ে শিশুদের সাথে নিয়ে উদযাপিত হলো জন্মদিনের অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু কেক কেটে এতিম শিশুদের মিষ্টি মুখ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতিত্ব মাহতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাবেক সভাপতি আজাদ মালিতা ও শিশু পরিবারের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আবু নাসির। বক্তব্য রাখেন- চ্যানেল আইয়ের চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কচি। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু পরিবারের ভারপ্রাপ্ত সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াছ হোসেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, তারুণ্যের ষোল এ স্লোগানকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুরে পালিত হয়েছে চ্যানেল আইয়ের ১৬তম জন্মদিন। কর্মসূচির মধ্যে ছিলো ৱ্যালি, আলোচনাসভা ও জন্মদিনের কেক কাটা। গতকাল বুধবার সকাল ৯টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি চত্বর থেকে চ্যানেল আই’র মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার নেতৃত্বে বের করা হয় একটি বর্ণাঢ্য ৱ্যালি। ৱ্যালিটি শহর প্রদক্ষিণ শেষে কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। এরপর সেখানে চ্যানেল আইয়ের ১৬তম জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত হোসেন, পৌর মেয়র মো. মোতাছিম বিল্লাহ মতুসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a comment