দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে অপহরণের অপচেষ্টা : নিরাময় নার্সিং হোমের সামনে থেকে দুজনকে ধরে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কোর্টপাড়ার আনিছুর রহমান আনিছ ও সাদেক আলী মল্লিকপাড়ার মামুন হোসেনকে ধরে পুলিশে দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের নিরাময় নার্সিং হোমের সামনে থেকে দুজনকে ধরে পুলিশে দেয়া হয়।

নিরাময় নার্সিং হোমের পরিচালক সাইদুর রহমানকে অপহরণের অভিযোগ তুলে দুজনকে দরে পুলিশে দেয়া হয়। পুলিশ এ তথ্য জানালেও গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনকেই ছাড়িয়ে নিতে জোর তদবির অব্যাহত ছিলো। সাইদুর রহমানও তেমন তথ্য দেননি। স্থানীয় বেশ কয়েকজন বলেছেন, সাদেক আলী মল্লিকপাড়ার নবিছদ্দিনের ছেলে মামুন হোসেন দীর্ঘদিন ধরেই দাগি। তার বিরুদ্ধে পূর্বেও শিশু অপহরণের অভিযোগ উত্থাপন হয়। তার সহযোগী আনিছ কোর্টপাড়ার আবু বক্করের ছেলে। এরা সম্প্রতি চাঁদা দাবি করে। চাঁদার টাকা নেয়ার জন্য দুজন নিরাময় নার্সিং হোমে গেলে দুজনকে ধরে পুলিশে দেয়া হয়। অবশ্য প্রথমে বলা হয়, দুজন মাইক্রোবাসযোগে অপহরণের অপচেষ্টা চালায় দুজন।