চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত সোমবার অনুষ্ঠিত হয়। প্রভাতী স্কুল পাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলন জেলা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু। বিশেষ বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবির। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোস্তাক আহমেদ ডালিমকে সভাপতি, ইমরান হোসেন রিপনকে সাধারণ সম্পাদক ও ফিল্টুকে সিনিয়র সহসভাপতি করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সদস্য আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, আব্দুর রশীদ, রাশেদুজ্জামান বাকী, সোহরাব হোসেন, সালাউদ্দিন মিঠু, ফেরদৌসওয়ারা সুন্না, শওকত আলী, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, গোলাম মোস্তফা মাস্তার, একরামুল হক মুক্তা, অ্যাড. নুরুল ইসলাম, পলি, মিরাজুল ইসলাম কাবা, জাবেদ মোহাম্মদ রমিজ খান, তারেক, টুটুল, রুবেল, রাতুল, আরেফিন, পিন্টু, জীবন, স্বপন, রায়হান, হাসান, সবুজ, মজিদ, মুস্তাক, সোয়েব, আলো, রাশেদ, মিল্টু, পান্না, গালিব, শান্তি, ফয়সাল, রাজু, আনোয়ার, নন্দন, আনিছ, মানিক, শুভ, তুজাম, বিদ্যুত। অনুষ্ঠানটি পরিচালনা করেন শামীম আহমেদ সুমন। প্রেসবিজ্ঞপ্তি।