চুয়াডাঙ্গা জেলা ইউপি চেয়ারম্যান সমিতির নতুন কমিটি গঠিত

 

জিল্লুর রহমান সভাপতি তবারক হোসেন সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২ বছর মেয়াদী ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক পদে বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বেলা ২টায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন লাড্ডু। প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মদনা-পারকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া আলম। সভায় ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে ৩৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে সভাপতি চিৎলা ইউপি চেয়ার‌ম্যান জিল্লুর রহমান, সহসভাপতি শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস উর রহমান, সাধারণ সম্পাদক বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, সহসম্পাদক জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু।

সদস্যরা হলেন, মদনা-পারকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন লাড্ডু, হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর হোসেন, উথলী ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দীন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, গাংনী ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান, কুমারী ইউপি চেয়ারম্যান মাও. আব্দুল কাদের, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, খাদিমপুর ইউপি চেয়ারম্যান শাহাজালাল, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের, ডাউকি ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন, বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান মিল্টন মিয়া, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্ন, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দীন, রাইপুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম।

নব গঠিত চুয়াডাঙ্গা জেলা ইউপি চেয়ারম্যান সমিতির কমিটির সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক তবারক হোসেন সমিতির কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন।