আগের চেয়ে বেশি মালামাল আনতে পারবেন হাজিরা

স্টাফ রিপোর্টার: হাজিদের জন্য মালামাল পরিবহনের সর্বোচ্চ সীমা ১৭ কেজি বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইটে হাজিরা ৪৭ কেজি মালামাল পরিবহন করতে পারবেন। বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের বরাত দিয়ে মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে প্রতিজন হাজী সর্বোচ্চ ৩০ কেজি মালামাল পরিবহন করতে পারতেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ করতে মক্কায় অবস্থানরত রাশেদ খান মেনন সেখানকার বাংলাদেশি হজক্যাম্প পরিদর্শনের সময় এ সীমারেখা বাস্তবায়নের নির্দেশনা দেন। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানকে তাৎক্ষনিক এ নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে। নতুন নির্দেশনার অনুসারে একটি লাগেজে সর্বোচ্চ ২৩ কেজি করে দুটি লাগেজে মোট ৪০ কেজি এবং হাতব্যাগে আরও ৭ কেজি পর্যন্ত মালামাল আনা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Leave a comment