নূর হোসেনের ১ বছর সশ্রম কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: অবৈধভাবে বিদেশি মূল্যবান পাখি ও বন্যপ্রাণি সংরক্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে আরো ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের সাজার আদেশ দেন আদালত। গতকাল মঙ্গলবার নারায়ণঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলাম এ দণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময়ে নূর হোসেন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি কোলকাতায় গ্রেফতারের পর সে দেশে কারাগারে রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও পরে হত্যার ঘটনায় নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। এর মধ্যে আদালতের নির্দেশে গত ১৫ মে পুলিশ নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোক অভিযান চালায়। সেদিন সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ায় নূর হোসেনের মালিকানাধীন দু তলা ভবনের নিচ তলার কলাপসিবল গেটের তালা ভেঙে বাড়ির উঠোনে থাকা তিনটি খাচার মধ্যে ম্যাকাওসহ তিনটি বিদেশি পাখিসহ কবুতর ও শতাধিক পাখি জব্দ করা হয়। পরে ১৮ মে গাজীপুর বন বিভাগের রেঞ্জার অফিসার রেঞ্জার মো. ফজলুল হক বাদী হয়ে পশুপাখি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নূর হোসেনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে।