হরিণাকুণ্ডুতে গরুবোঝাই ট্রাক থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুতে ঢাকাগামী গরুর ট্রাক থেকে গাছের ডালে আঘাত লেগে পড়ে যেয়ে শিমুল নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে।

জানা গেছে, পৌরসভার পার্শ্ববর্তী ফলসী গ্রামের গোলাম নবীর ছেলে শিমুল ঢাকায় গরু বিক্রি করার জন্য ট্রাকযোগে বাড়ি থেকে সঙ্গীদের সাথে ট্রাকের হুডে উঠে রওনা দেয়। পৌরসভার ৮ নং ওয়ার্ডের বৈঠাপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন সড়কের পাশের গাছের ডালে আঘাত লেগে শিমুল পিচ রাস্তায় ছিটকে পড়ে মাথায় চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়। আঘাতে মাথার পেছন দিকে কেটে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। গুরুতর আহত শিমুলকে প্রথমে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা জটিল হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মুমূর্ষু শিমুলকে কুষ্টিয়া নেয়ার পথে সাতব্রিজ নামক স্থানে পৌঁছুলে সে মৃত্যুবরণ করে। সাতব্রিজ বাজারের কদম তলায় অ্যাম্বুলেন্সটি থামলে উৎসুক জনতা শিমুলের বহনকারী অ্যাম্বুলেন্সটিকে ঘিরে ধরে। এ সময় শিমুলের স্বজনরা ডা. আবুল কাসেমকে তার সর্বশেষ অবস্থা জানার জন্য আহ্বান করেন। ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে কিছুক্ষণ আগেই সে মারা যায় বলে জানান। এ সময় স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

শিমুল এ বছর চারটি গরু নিয়ে ঢাকায় কোরবানির বাজারে বিক্রি করার জন্য রওনা দেয় বলে স্বজনরা জানায়।