৪ বাড়িতে ডাকাতি : নগদ টাকা ও সোনার গয়না লুট
দর্শনা অফিস: মুখোশধারী সশস্ত্র ডাকাতরা একই রাতে তিন গ্রামের ৪ বাড়িতে তাণ্ডব তালিয়েছে। ডাকাতদল দামুড়হুদার পারকৃষ্ণপুর, মদনা ও জিরাট গ্রামের ৪ বাড়িতে থেকে নগদ টাকা, সোনার গয়নাগাটিসহ ৫ লাখ টাকার মালামাল লুট করেছে। গতপরশু রাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর মসজিদপাড়ার ইউপি সদস্য খায়রুল বাসারের বাড়িতে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪৫ হাজার টাকা, সোনার চেন ২টি, কানের দুল ৪ জোড়া, একটি আংটিসহ দু লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। প্রায় আধঘণ্টাব্যাপি ডাকাতেরা তাণ্ডব চালিয়ে নির্বিঘ্নে চলে যায়। রাত দেড়টার দিকে ডাকাতদল হানা দেয় একই ইউনিয়নের জিরাট মাঝপাড়ার আকবর আলীর ছেলে শামসুল ও সিরাজ ওরফে কালুর ছেলে তারিকের বাড়িতে। দু বাড়ি থেকে ডাকাতরা নগদ ৮০ হাজার টাকা, সোনার চুরি এক জোড়া, ২টা চেনসহ দু লাখ টাকার মালামাল লুট করে। এছাড়া ওই রাতেই মদনা গ্রামের পাঠানপাড়ার তেতুল মণ্ডলের ছেলে রাজুর বাড়িতে হানা দেয় ডাকাতেরা। অস্ত্রের মুখে জিম্মি করে রাজুর বাড়ি থেকে নগদ ১৭ হাজার টাকা, সোনার গয়নাগাটিসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ইউনিয়নের তিন গ্রাম থেকে একই রাতে চার বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় গোটা এলাকা জুড়ে বিরাজ করছে ডাকাতি আতঙ্ক। এদিকে খবর পেয়ে গতকাল সোমবার সকালে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।