দর্শনা পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম : কাউন্সিলর এনামুল লাঞ্ছিত

 

দর্শনা অফিস: ঈদুল আজহা উপলক্ষে দর্শনা পৌরসভা থেকে গরিব-দুস্থদের মাঝে কার্ডের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জনপ্রতি ১০ কেজি হারে চাল দেয়ার কথা থাকলেও তাতে চলছে অনিয়ম। ১০ কেজির স্থলে ৭ থেকে ৮ কেজি করে চাল বিতরণ করায় খেপে ওঠে যুবসমাজ। গড়ে তোলে প্রতিরোধ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে দর্শনা পৌরভবনে চাল ওজন করলে কারচুপির সত্যতা মেলে। এ নিয়ে শুরু হয় হট্টগোল। চাল বিতরণকে কেন্দ্রে করে দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ট্যাগ অফিসার) ডা. মশিউর রহমান সাময়িকভাবে চাল বিতরণ বন্ধ করে দেন। এক পর্যায়ে যুবসমাজের সাথে কাউন্সিলর এনামুলের কথা কাটাকাটি হয়। বিক্ষুব্ধকারীদের হাতে চাল ওজনকারী এক যুবক মারপিটের শিকার হলে কাউন্সিলর এনামুল এ সময় লাঞ্ছিত হন। এনামুলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে হতদরিদ্র দুস্থ নারী-পুরুষরা। অবশেষে ডিজিটাল ওজন যন্ত্রের মাধ্যমে চাল ওজন করে বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে।